Header Ads Widget

health

Songs Konna Lyrics | কন্যা | Imran Mahmudul

Konna Lyrics

ও কন্যা কন্যা কন্যা রে-লিরিক্সঃ

পথে পথে হাসি মেখে ফুলেরা গান ছড়ালো

উড়ে উড়ে কুহু সুরে পাখিরা গান শোনালো

আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায়

আমি ডুবেছি মায়ায় আহা কি যে করি হায় গোপনে খুঁজি কারে।

ও .. কন্যা কন্যা কন্যা রে

বলবো মনের কথা শোন না রে

কন্যা কন্যা কন্যা রে

বুকে বইছে প্রেমের বন্যা রে

কন্যা, ও ও কন্যা, ও ও কন্যা।

তোকে ঘিরে বিকেল গুলো খুশির রং ছড়ালো রংধনুটা আমায় ডেকে আদরে জড়ালো।

তোকে দেখে রাত নিশিতে

ডাক পাঠালো যে চাঁদ

দারুন প্রেমের জোয়ারেতে ভাঙলো মনেরই বাঁধ।

আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করে হায় আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করে হায় গোপনে খুঁজি কারে।

ও.. কন্যা কন্যা কন্যা রে

বলবো মনের কথা শোন না রে কন্যা কন্যা কন্যা রে

বুকে বইছে প্রেমের বন্যা রে

কন্যা কন্যা কন্যা রে

বলবো মনের কথা শোন না রে

কন্যা কন্যা কন্যা রে

বুকে বইছে প্রেমের বন্যা রে

কন্যা, ও কন্যা, ও কন্যা, ও কন্যা।

Most Recents